top of page

সেবা সমূহঃ-

 গ্যালারি ফটো 

পান্তুমাই মায়ামতি ঝর্ণা

ইতিহাস /সম্পর্কে
ভারত-বাংলাদেশ সীমান্তে, মেঘালয়ের কোলে, একটি অবিশ্বাস্য সুন্দর গ্রাম রয়েছে - পান্তুমাই (বা পাংথুমাই নামেও বানান)। এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম। গ্রামের পিছনে মেঘালয় পাহাড় এবং এটি পিয়াইন নদীর তীরে।

গ্রামটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি। এই গ্রামের কাছেই পান্তুমাই জলপ্রপাত নামে একটি সুন্দর জলপ্রপাত। এর স্থানীয় নাম ফাটাচোরি জলপ্রপাত, তবে আমাদের কাছে পান্তুমাই/পান্থমাই জলপ্রপাত নামে সুপরিচিত। কেউ কেউ একে বড়হিল জলপ্রপাতও বলে থাকেন। ঝর্ণাটি ভারতে পড়লেও এটি পিয়ান নদীর তীরের খুব কাছে। তাই জলপ্রপাতের সৌন্দর্য বাংলাদেশ থেকে সহজেই উপভোগ করা যায়। ভারত-বাংলাদেশ সীমান্তের পাশেই বিএসএফ ক্যাম্প। বাংলাদেশ অংশে বিজিবির কোনো টহল নেই। তাই সীমান্তের কাছে যাওয়া অনিরাপদ।

উঁচু থেকে নেমে আসা সাদা জল এক অসাধারন সুর তোলে। জলপ্রপাত এবং স্বর্গীয় পাহাড়ের প্রবাহ দেখে আপনি অবশ্যই অবাক হবেন। বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে আপনি পান্তুয়ামাই জলপ্রপাতের সব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনি জলপ্রপাত দিয়ে নেমে আসা জলে স্নানও করতে পারেন। জলপ্রপাতের চোখ ধাঁধানো সৌন্দর্য পর্যটকদের এতটাই আকৃষ্ট করে যে প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে আসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে।

এই প্রকৃতির আকর্ষণ ছাড়াও সিলেটে তালিকাভুক্ত আরও আটটি প্রকৃতির আকর্ষণ রয়েছে। এছাড়াও অন্যান্য বিভাগে এই জেলায় তালিকাভুক্ত এগারোটি আকর্ষণ রয়েছে। উপরের মানচিত্রে আপনি পান্তুমাই জলপ্রপাতের সঠিক অবস্থানটি পাবেন।

Untitled-3.gif

আই টি সেবা আরো একটু কাছে.........

bottom of page