প্রশ্ন ও উত্তরঃ-
ডিজিটাল হোমে কী ধরণের কাজ করানো যায় ?
বিয়ে, জন্ম, মৃত্যু স্মরণিকা তৈরি করা হয়। মোবাইল থেকে ছবি প্রিন্ট করা হয়। জন্ম নিবন্ধন - নতুন, সংশোধন, ডিজিটাল করা হয়। ছবি থেকে ছবি প্রিন্ট হয়। জাতীয় পরিচয় পত্রের সকল কাজ হয়। ফটো কপি, ইমেল, ভিসা চেকিং, পাসপোর্ট চেকিং, NID কার্ড ,প্লাস্টিক কার্ ড এবং Covid-19 সার্টিফিকেট প্রিন্ট সহ অনলাইনের সকল কাজ করা হয়ে থাকে।
ডিজিটাল হোমে কী হোম ডেলিভারী সেবা আছে ?
হ্যাঁ! হোম ডেলিভারী সেবা আছে।
নতুন জন্ম নিবন্ধন তৈরি কোন কোন ডকুমেন্ট লাগবে?
নতুন জন্ম নিবন্ধন তৈরি করতে প্রয়োজন হবে :-
১/ শিশুর টিকার কার্ড বা বয়স ও নাম প্রমাণ হয় এমন ডকুমেন্ট।
২/ পিতা- মাতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র । (যদি থাকে)
৩/ পাসপোর্ট সাইজে ১ কপি রঙ্গিন ছবি।
৪/ ইউনিয়ন পরিষদের কর রশিদ ।
জন্ম নিবন্ধন সংশোধন করতে কোন কোন ডকুমেন্ট লাগবে?
ব্যাক্তির সঠিক তথ্য যাচাই বা প্রমাণ হয় এমন ডকুমেন্ট । (যেমন: শিক্ষা সনদ, পাসপোর্ট, আইডি কার্ড ।
ডিজিটাল হোমের প্রিন্ট সেবা কী কী আছে?

ডিডিটাল হোমে প্রিন্ট সেবা সমূহঃ-
১/ কোভিড- ১৯ সনদ প্লাস্টিক কার্ডে প্রিন্ট করা হয়।
২/ জাতীয় পরিচয় পত্র প্লাস্টিক কার্ডে প্রিন্ট করা হয়।
৩/ লেমেনেটিং , কম্পোজ, ডাটা এন্টি সহ
সকল ধরণের প্রিন্ট ও কাজ করা হয়।
জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে ?
জন্ম নিবন্ধন এর বহুবিধ ব্যবহার রয়েছে। নিম্নোক্ত ক্ষেত্রে জন্ম নিবন্ধন কাজে লাগেঃ
-
শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি
-
জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি
-
পাসপোর্ট ইস্যু
-
বিবাহ নিবন্ধন
-
ড্রাইভিং লাইসেন্স ইস্যু
-
ভোটার তালিকা প্রণয়ন
-
ব্যাংক হিসাব খোলা
-
সরকারী, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ
-
জমি রেজিস্ট্রেশন
-
গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি
-
টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রাপ্তি
-
ঠিকাদারি লাইসেন্স প্রাপ্তি
-
ট্রেড লাইসেন্স প্রাপ্তি
-
বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তি
-
গাড়ির রেজিষ্ট্রেশন প্রাপ্তি
-
আমদানী ও রপ্তানি লাইসেন্স প্রাপ্তি